Get the Latest News & Videos from News24 > শীর্ষ খবর > ১৯ আগস্ট থেকে চলবে গণপরিবহণ, ট্রেন ও নৌযান

অনলাইন ডেস্ক : আগামী ১৯ আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে । মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে।স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।

মাঝে কিছুদিন বিরতি দিয়ে চার মাস ধরে চলা লকডাউন শেষ হয়েছে।  ১১ আগস্ট থেকে অফিস আদালত, ব্যাংক, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়া হয় । গণপরিবহণ চালুর অনুমতি দেওয়া হলেও সমসংখ্যক আসনে যাত্রী নিয়ে অর্ধেক গাড়ি চলার অনুমতি দেওয়া হয়।সেই বাধা উঠে যাচ্ছে  ১৯ আগস্ট থেকে পুরোদমে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *