Get the Latest News & Videos from News24 > আইন-আদালত > মামুনুল হকের রিমান্ড মঞ্জুর : আদালত

অনলাইন ডেস্ক : মতিঝিলের শাপলা চত্ত্বর ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সহিংসতার ২ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে মঞ্জুর করেন ৭ দিনের রিমান্ডে ।

এদিন মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এ সময় ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ১০দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। 

এর আগে ১৯ এপ্রিল ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেন । মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক।

শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সেদিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়েছে।

১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *