Get the Latest News & Videos from News24 > খেলাধূলা > দ. আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:-  বিশ্বকাপে তিনটা ম্যাচ হেরে বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন অনেকটা শেষই বলা যায়। তবু মঙ্গলবারের (২ নভেম্বর) ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা৷

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল৷  আর সেই ম্যাচের আগে বাংলাদেশ দলের মানসিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে৷

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে থাকা ম্যাচ হেরে যাওয়ায় মন খারাপ হলেও তা দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি বলে জানান বাংলাদেশ কোচ৷ তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে একটা সময় পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম৷ শেষ মুহুর্তের দুই একটা ভুলে ম্যাচটা হেরেছি আমরা৷ ছেলেরা অনেক কষ্ট পেয়েছে৷ তারা জানে তাদের ওপর দেশের মানুষের প্রত্যাশার চাপ কেমন৷ সাথে সাথে আছে গণমাধ্যমের চাপও৷ তবু তারা আবারো দেশের জন্য খেলতে মাঠে নামবে এবং নিজেদের শতভাগ দিয়েই চেষ্টা করবে।‘

এদিকে এবারের বিশ্বকাপে নানা উত্তাপের মধ্যে দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন তারা। পরের দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ ১ এর টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। বাংলাদেশের সাথে আজকের জয়টি তাদের সেমি ফাইনালের অনেক কাছে নিয়ে যাবে।

এদিকে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার মধ্যে সকল ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৬ বারের দেখায় ছয়বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা।

আজ সপ্তমবারের মত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ৷ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষের এই সপ্তম দেখায় আগের সব হিসাব পাল্টে দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল৷ দুঃখজনক হলেও সত্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত মিলিয়ে টাইগারদের জয় মাত্র একটি।

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর অনেক আশা নিয়ে মরুর বুকে বিশ্বকাপ খেলতে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু দলের ভরাডুবিতে বলতে গেলে এখন নিঃস্ব বাংলাদেশ ক্রিকেট দল। পেছনে তাকানোর আর কোনো জায়গা নেই। তারপরও আশা না ছেড়ে সুপার লিগে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/আয়েশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *