Get the Latest News & Videos from News24 > নারায়ণগঞ্জের খবর > নারায়ণগঞ্জের ৪ প্রবাসী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের চারজন সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৪ আগস্ট শনিবার সকালে এ খবর তাদের বাড়ীতে পৌছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে তাদের পরিবার।

নিহতরা হলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব বেপারীর ছেলে নূরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকারম মিয়ার ছেলে উজ্জল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)। তারা গত কয়েক বছর ধরেই সেখানে চাকরি করে আসছেন।

কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা মদিনায় আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাস দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

তিনি আরো বলেন, স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নের শোকের ছায়া নেমে এসেছে সরেজমিনে নিহত রাসেলের বাড়ী চম্পক নগরে দিয়ে গেছে, চলছে শোকের মাতম। বুক ফাটা আর্তনাতের কারণে কোন কথা বলতে পারছে না স্বজনরা। রাসেলের বাবা-মা ছেলে হারিয়ে পাগল প্রায়। বার বার মুর্ছা যাচ্ছে। লাশ গুলো কবে আসবে তা জানা যায়নি।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংঘঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব। যাতে সৌদি থেকে সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি।। শান্তনা দেওয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌওফিক দান করেন।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/নাদিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *