Get the Latest News & Videos from News24 > জাতীয় > রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা, সকাল থেকে দল বেঁধে আসছেন মানুষ

অনলাইন ডেস্ক: আজ সকাল থেকে দল বেঁধে আসছেন মানুষ রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে। জনসভাস্থল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) সকাল পৌনে ১১টার দিকে মানুষে মানুষে পূর্ণ হয়ে উঠেছে।

জনসভা উপলক্ষে সকাল ৯টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) সভাস্থল আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়েছে।

নেতাকর্মীরা ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন। সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা।

সকাল আটটা থেকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নারী সদস্যরা দল ধরে আসছেন। নগরের বাটার মোড়, আলুপট্টি, রাজীব চত্বর, সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাঁদের কমলা রঙের ক্যাপ সরবরাহ করা হচ্ছে। তাঁরা এ ক্যাপ নিয়ে দল ধরে জনসভাস্থলের দিকে যাচ্ছেন। একইভাবে বিভিন্ন নেতার পক্ষে স্লোগান দিতে দিতে মিছিল আসছে।

নগরের বাটার মোড়ে সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের হাউজিং কমিটির সভাপতি সামিয়া হক বললেন, তাঁদের এ প্রকল্প থেকে ২৫ হাজার নারী সদস্য এ জনসভায় অংশ নিচ্ছেন। নগরীর চারটি মোড়ে তাঁদের কমলা রঙের ক্যাপ সরবরাহ করা হচ্ছে।

জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনসভা, সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল । এরই মধ্যে মঞ্চে আসতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

নিউজ ২৪./ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *