Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > যান চলাচল স্বাভাবিক এখন, বনানীর অবরোধ প্রত্যাহার

অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আহত হন এক গার্মেন্টস শ্রমিক। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। এ ঘটনায় সকাল সোয়া ১০টা নাগাদ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

এর ফলে বনানীর সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ২৪.নিউজকে এ তথ্য জানান গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান।

তিনি জানান, বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পায়ে আঘাত পান গার্মেন্টসের এক শ্রমিক। পরে সড়ক অবরোধ করে গার্মেন্টসটির শ্রমিকরা। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবরোধে বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল। সকাল সোয়া ১০টায় ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে রাস্তার দুই পাশ দিয়েই চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় বনানী ও পার্শ্ববর্তী এলাকার সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *