Get the Latest News & Videos from News24 > আবহাওয়া > মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, সুনামগঞ্জে

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল থেকে সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় থেমে থেমে এ শিলা বৃষ্টি হচ্ছে।

তাহিরপুর উপজেলার কৃষক জালাল মিয়া বলেন, হাওরের জন্য এখন বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিল। তবে শিলাবৃষ্টি হাওরের বোরো ধানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

জামালগঞ্জ উপজেলার কৃষক ছাত্তার মিয়া বলেন, বৃষ্টির জন্য জামালগঞ্জ উপজেলায় বিশেষ মোনাজাত হয়েছে। অবশেষে বৃষ্টি হয়েছে, তবে সেটা শিলাবৃষ্টি।

সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক রাকিব মিয়া বলেন, হাওরের জন্য বৃষ্টিটা খুব জরুরি ছিল। তবে যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে সেটা রাতভর হলে ধানের ক্ষতি হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হচ্ছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *