Get the Latest News & Videos from News24 > আইন-আদালত > মৃত্যুর মিছিল বেড়েই চলেছে নন্দীগ্রামের মহাসড়কে

অনলাইন ডেস্ক : থামছেই না মৃত্যুর মিছিল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে । সোমবার (২০ মার্চ) আবারও প্রাণ গেলো চালকের দুই ট্রাকের সংঘর্ষে ।

জানা গেছে, সোমবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ীতে রংপুরগামী মালবোঝাই দুটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক আশরাফ আলী (৪০) নিহত হন। তিনি যশোরের মনিরামপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হেলপার টুটুল ইসলামকে (১৪) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এনিয়ে গত এক সপ্তাহে পাঁচজনের প্রাণ ঝরেছে ওই মহাসড়কে।

এর আগে রোববার (১৯ মার্চ) সকালে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার রুপিহার এলাকায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হন। নিহত সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানিতে ওয়ার্কার ছিলেন। এ সময় আহত হয়েছেন তারই সহকর্মী আব্দুল কুদ্দুস (৩৬)।

এদিকে গত ১৩ মার্চ সকাল ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে মহাসড়ক হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর নাটোরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। পরে নন্দীগ্রাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপের চালক, চালকের সহকারীসহ আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ সব দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, অযোগ্য চালক, মহাসড়কে নসিমন-ভটভটি চলাচল করা, জনগণের অসচেতনতা ও অনিয়ন্ত্রিত গতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) হাসনাত আলী বলেন, টিপটিপ বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল রয়েছে রাস্তা। যার ফলে দুর্ঘটনা বেড়েছে। গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *