Get the Latest News & Videos from News24 > শীর্ষ খবর > মন্ত্রী হাত জোড় করে কৃতজ্ঞতা জানালেন মানবিক শিল্পপতির কাছে

নিউজ24 ডেস্ক: দুইহাত জোড় করে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটি ভারতের মধ্য প্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমর। গতকাল গোয়ালিয়রে অক্সিজেনের অভাবে রোগীরা যখন ছটফট করছিল তখন প্রদ্যুমান সিং,কালেক্টর এবং এস পি অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলেন না…..তখনই এগিয়ে এলো এল.ই.ডি বাল্ব তৈরি করা সূর্য কোম্পানি।কোম্পানির নিজেদের প্ল্যান্ট বন্ধ করে রোগী দের জন্য অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেয়।দেশে যখন সংকট আসে তখন দেশীয় কোম্পানি গুলোই সবার আগে সাহায্য করতে এগিয়ে আসে। তাদের এই প্রশংসনীয় কাজের জন্যই মধ্য প্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিংতোমর হাঁটু গেড়ে বসে দুই হাত জোড় করে সূর্য কোম্পানির ম্যানেজ মেন্টের কাছে কৃতজ্ঞতা জানালেন।
আমার সোনার বাংলার শিল্পপতিদের অনুরোধ করবো দেশের এই করোনা মহামারীর আর্থিক ক্রান্তিলগ্নে চাল, আাটা,তৈল,ডাল,চিনি,লবন, ঔষধ দয়া করে এগুলোর মূল্য কমান। আমরা বেচেঁ থাকলে সারাজীবন ব্যবসা করতে পারবেন।।

সুত্র: মিঠু দেবের ফেইচবুক ওয়াল থেকে

নিউজ24 ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *