Get the Latest News & Videos from News24 > খেলাধূলা > ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় যা বললেন মেসিদের কোচ

অনলাইন ডেস্ক:- মাত্র পাঁচ মিনিট খেলা হওয়ার পর স্থগিত হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, যা নিয়ে ক্ষুব্ধ ও হতাশ ফুটবলপ্রেমীরা।

অথচ এমনটি হওয়ার কথা কল্পনাও করেননি কেউ। কারণ ম্যাচ উপলক্ষ্যে আর্জেন্টিনার ফুটবলাররা ব্রাজিলে তিন দিন কাটিয়েছেন। ম্যাচের এক ঘণ্টা আগে ঘোষণা করা হয়েছে একাদশও। মাঠেও নামলেন তারা।

তখন কোনো বাধা আসেনি। কিন্তু খেলা শুরুর ৫ মিনিট যেতে না যেতেই ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচটি থামিয়ে দেন। 

ইংল্যান্ড থেকে আসা চার ফুটবলারকে ছাড়াই আর্জেন্টিনাকে খেলতে হবে বলে নির্দেশনা জারি করা হয়, যা নিয়ে তুমুল হইচই বাধে।

দফায় দফায় আলোচনার পর ম্যাচ স্থগিত করতেই হয়। এতে প্রচণ্ড ক্ষোভ উগড়ে দিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দাবি করেন, ওই চার ফুটবলার যে মাঠে নামতে পারবেন না, তা আগে জানানো হয়নি তাকে। ম্যাচ খেলতে চেয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররাও। 

তিনি বলেন, ‘এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি কোনো অভিযুক্তকে খুঁজছি না। যদি কিছু ঘটে অথবা না ঘটে, এটা উপযুক্ত সময় না হস্তক্ষেপের জন্য। আমাদের কখনই জানানো হয়নি যে তারা ম্যাচ খেলতে পারবে না। 
ব্রাজিলিয়ান ফুটবলাররাও ম্যাচটি খেলায় আগ্রহী ছিল বলে জানান তিনি।

স্কালোনি আরও বলেন, ‘আমার খেলোয়াড়দের আমাকে রক্ষা করতে হবে। যদি কেউ আসে আর আমার খেলোয়াড়দের নিয়ে যেতে চায়। তাদের কোনো সুযোগই নেই।’

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / রূপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *