Get the Latest News & Videos from News24 > জনদূর্ভোগ > বিস্ফোরণে সায়েন্সল্যাবে ভবনে ঢাবি শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। (৫ মার্চ) রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম নূর নবী। তিনি ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সহপাঠীরা বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এছাড়া ১৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন মো. জাকির হোসেন জুয়েল (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. তাজউদ্দিন (৩০), মো. কবির হোসেন (৩২), রাবেয়া খাতুন (১৭), মো. নূরনবী (২৪), মো. কামাল হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় পুরুষ (৩২)। এ দুর্ঘটনায় দগ্ধরা হলেন মো. আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার(২৫), জহুর আলী (৫২) ও মো. হাফিজুর রহমান (৪৫)।

নূর নবীর সহপাঠী মোশাররফ হোসেন বলেন, সায়েন্সল্যাবের একটা বিল্ডিংয়ের তিনতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। নূর নবী ওই বিল্ডিংয়ের নিচে ছিল। বিস্ফোরণ হয়ে ওপর থেকে ভারী জিনিস তার ওপরে পড়ে। নূর নবী মাথায় আঘাত পেয়েছে এবং ডান পা ভেঙে গেছে। এখন সিটি স্কান চলছে। আমরা কয়েকজন তার সঙ্গে আছি।

গুরুতর আহত এই শিক্ষার্থীকে রক্ত দিতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। তার জন্য রক্ত দিতে ছুটে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *