Get the Latest News & Videos from News24 > আবহাওয়া > বায়ুর তালিকার শীর্ষে উঠেছে থাইল্যান্ডের চিয়াং মাই

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বাতাসের মান গত দুই দিনের চেয়ে ভালো হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৪৩, অবস্থান অষ্টম। এর আগে গতকাল (শুক্রবার) স্কোর ছিল ১৬০, তার আগের দিন স্কোর ছিল ১৩৭।

অন্যদিকে আজ (শনিবার) বাংলাদেশ সময় সকালে ১৮৭ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে উঠেছে থাইল্যান্ডের চিয়াং মাই।

তালিকায় দেখা গেছে, চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে তাইওয়ানের কাওশিয়াং, ঘানার আক্রা, চীনের শেনিইয়াং, পাকিস্তানের করাচি, নেপালের কাঠমাণ্ডু, এবং ভিয়েতনামের হ্যানয়। এরপর রয়েছে ঢাকা। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে আরব আমিরাতের দুবাই এবং মঙ্গোলিয়ার উলানবাটরে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *