Get the Latest News & Videos from News24 > প্রবাস > ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা’

অনলাইন ডেস্ক:- দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা- আমাদের স্বাধীনতা। কারণ বঙ্গবন্ধু না থাকলে আমাদের  দেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু  ঘটাতে পারেনি। 

বঙ্গবন্ধুকে জানলে জানা হবে বাংলাদেশকে। তাই বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজম্মের মাঝেও ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গত (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাস আল খাইমা হোটেল হলরুমে সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনসুর সবুরের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি  এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম আফলাতুন, রাস আল খাইমা সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবুল ফজল, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম মল্লিক, আজমান সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কামাল হোসাইন সুমন, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, শারজা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এনামুল হক এনাম, রাস আল খাইমাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ বাশার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দুবাই সাধারণ সম্পাদক মমিনুল হক রাসেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, রাস-আল-খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আব্বাস, সাংগঠনিক  সম্পাদক মঈন উদ্দিন মল্লিক, মোহাম্মদ রাজুসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / রূপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *