Get the Latest News & Videos from News24 > অর্থনীতি > ফেনীতে দেড় বছরে ২৬২ কোটি টাকা রাজস্ব আদায়

অনলাইন ডেস্ক: ফেনীতে দেড় বছরে ২৬২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে ভূমি রেজিস্ট্রি খাত থেকে । এ খাত থেকে রাজস্ব আদায় বেড়েছে সরকারের অনলাইন সেবার কারণে।

জেলা রেজিস্ট্রার অফিসসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সদর, লেমুয়া, মতিগঞ্জ, দাগনভূঞা, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম সাব-রেজিস্ট্রি অফিসে ছাপ কবলা, দানপত্র, হেবা, বিল, এওজ, এওজ বিনিময়, না দাবি পত্র, বণ্টন, নির্দেশপত্র, খাস মোক্তারনামা, চুক্তিপত্র, পার্টনার ডিড, পাওয়ার রহিতকরণ, ভুল সংশোধন, ঘোষণাপত্র ইত্যাদি দলিল রেজিস্ট্রির মাধ্যমে এ রাজস্ব আয় হয়েছে।

জেলার সাত সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গত অর্থ বছরের পরিসংখ্যানে দেখা গেছে, এ খাত থেকে ৩৬ হাজার ৬৯৪ দলিলের মাধ্যমে ১২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৪৩৫ টাকা রাজস্ব আয় হয়েছে। গত জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত এ ৬ মাসে ২২ হাজার ২৯৬ দলিলে ১৪০ কোটি ৩৮ লাখ ১ হাজার ১৪৪ টাকাসহ সরকারি কোষাগারে জমা হয়েছে।

শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ভূমি অফিস (তহশিল অফিসগুলোতে) অনেক সময় ভূমির দাখিলার ক্ষেত্রে ১০ টাকার দাখিলা ১০০০-১৫০০ টাকা পর্যন্ত মালিকদের থেকে আদায় করা হয়। অতিরিক্ত দাখিলা ফির কারণে মানুষ ভূমি রেজিস্ট্রির কাজ থেকে বিরত থাকে। এক্ষেত্রে ভূমির দাখিলার সহজলভ্যতা ও হয়রানিমুক্ত হলে মানুষ ভূমি রেজিস্ট্রির দিকে আগ্রহী হবে।

সাব-রেজিস্ট্রি অফিস সূত্র জানায়, ভূমি রাজস্ব কর, সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। যা ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস বা তহসিল অফিস, উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সরকারি এ রাজস্ব আয় হয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বর্তমান সরকারের সময়ে কিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে সরকারের এ খাত থেকে রাজস্ব আদায় অনেকগুণ বেড়ে গেছে।

হয়রানি অনেক কমেছে অনলাইন সিস্টেমের কারণে। অন্যদিকে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়ে গেছে। অনলাইনে ভূমির দাখিলা, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এর ব্যবহার দলিলপত্র যাচাই-বাছাইয়ের কারণে এ সব অফিসগুলোতে অনেকাংশে স্বচ্ছতা এসেছে। ফলে জনগণকে প্রতারণার মাধ্যমে ভূমি রেজিস্ট্রির পথও বন্ধ হয়ে গেছে।

সোনাগাজী উপজেলা মতিগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. আকরাম হোসাইন রিয়াদ জানান, সরকারের রেজিস্ট্রি খরচ, উৎসকর, স্থানীয় সরকার কর, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের করগুলো সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা হওয়ায় রাজস্ব আদায় বেড়ে গেছে।

এ বিষয়ে ফেনী জেলা রেজিস্ট্রার মো. সেলিম হাওলাদার জানান, জেলা সমন্বয় সভায় রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। এর ধারাবাহিকতায় জেলায় কিভাবে রেজিস্ট্রি সংক্রান্ত কাজ সহজতর করা যায় ও এ খাত থেকে কিভাবে রাজস্ব আয় বাড়ানো যায় সে দিকে সবসময় নজর দেওয়া হয়।

নিউজ ২৪./ডেস্ক/ ‍সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *