Get the Latest News & Videos from News24 > জনদূর্ভোগ > প্রেসক্লাবে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করেন নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। 

এ সংঘর্ষ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য নেতা-কর্মীরা জড়ো হতে থাকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এসেও হাজির হয়।অনুমতি না থাকায় সমাবেশ করতে নিষেধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করেন ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে  শুরু হয়েছে সংঘর্ষ।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেন।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে জানান, প্রেসক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি নেয়নি তারা । এ কারণে সমাবেশ করতে বারণ করা হলেও তারা না শুনে পুলিশের ওপর হামলা করেন। এতে প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়। 

সংঘর্ষের সময় প্রেসক্লাব কদম ফোয়ারা হাইকোর্টের সামনেসহ আশেপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। পুরো এলাকার দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে।

দুপুর পৌনে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *