Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > নিখোজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ২৪.ওয়েব: শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে অষ্টম শ্রেণির ছাত্র রিতুল ঘোষের (১৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার দুপুরে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করে রাখা ‘এমভি সজল তন্ময়-২’ নামক জাহাজ থেকে লাশটি উদ্ধার করা গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ। নিহত রিতুল ঘোষ শহরের দেওভোগ এলএনএ রোড নিবাসী দুলাল ঘোষের ছেলে। সে একই এলাকার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো।

চাচা মানিক ঘোষ জানান, শুক্রবার সকালে রিতুল প্রতিবেশী বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশে জানালে পুলিশ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে গিয়ে সে নদীতে পড়ে যায়। পরে গতকাল সারারাত তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। শনিবার দুপুরে জাহাজের ভেতর থেকে তার লাশ উদ্ধার হয়।

এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ১টায় ৫ বন্ধু মিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল। এ বিষয়ে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়। ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫নং খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। রিতুল জাহাজে উঠার পরই হয়তো কোন এক সময় পা পিছলে জাহাজের ভেতর পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন পানিতে ডুবে না আঘাতের কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পর সঠিক ভাবে বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *