Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > নারীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, এসআইসহ ৩ পুলিশ গ্রেফতার

অনলাইন ডেস্ক: কক্সবাজারে বসতবাড়িতে ঢুকে ১ নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে সাদা পোশাক পড়া ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে।

সোমবার বিকালে শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন এই ছিনতাইয়ের শিকার হয়।  এ সময় স্থানীয়দের সহযোগিতায় ১ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরে ট্রিপল নাইনে ফোন করেন কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এরপর আরও ২ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি অপারেশন মোহাম্মদ সেলিম।গ্রেফতার ৩ পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।

ওসি অপারেশন মোহাম্মদ সেলিম বলেন, বাদীর এজাহার মতে মামলা রেকর্ড করা হয়। পাশাপাশি ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন গ্যাসের দোকান করার জন্য তার আত্মীয়-স্বজন থেকে সোমবার ৩ লাখ টাকা সংগ্রহ করে বাড়ি ফেরেন।

বিকাল ৪টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় ৫/৬ জন সাদা পোশাক পড়া লোক তার বসতবাড়িতে যায়। পরে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা দাবি করে।  রোজিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে সাদা পোশাক পড়া লোকজন।এক পর্যায়ে রোজিনা তার কাছে থাকা ৩লাখ টাকা সাদা পোশাকধারী পুলিশের হাতে তুলে দেয়। এসময় রোজিনার চিৎকারে স্থানীয়রা ছুটে  আসে। এসময় অটোরিকশা থেকে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা।

পরে ট্রিপল নাইনে ফোন করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যান।পাশাপাশি এ ঘটনা নিয়ে গভীর রাত পর্যন্ত কক্সবাজার সদর থানায় অবস্থান নেন জেলা পুলিশের এসপি হাসানুজ্জামান।

সাদা পোশাকধারী পুলিশের ছিনতাইয়ের শিকার রোজিনা খাতুনের স্বামী রিয়াজ আহমেদ বলেন, কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে গ্যাসের দোকান করার জন্য আমার স্ত্রী এই টাকাগুলো তার আত্মীয়-স্বজন থেকে সংগ্রহ করে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন এ ঘটনায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *