Get the Latest News & Videos from News24 > এক্সক্লুসিভ ভিডিও > নারায়ণগঞ্জকে মনের মাধুরী মিশিয়ে সাজাতে চান আইভী (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ শহরকে মনের মাধুরী মিশিয়ে সাজাতে চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আমি আঁকতে পারি না, আঁকতে পারলে হয়তো পুরো নারায়ণগঞ্জকে এঁকে দেখাতাম। তবে আমার মনের মাধুরী মিশিয়ে নারায়ণগঞ্জকে সাজাতে চাই।

আজ রবিবার সকাল ১১টায় দেওভোগে এক অনুষ্ঠানে এ অভিব্যক্তি ব্যক্ত করেন তিনি। এ সময় শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের আধুনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তত উদ্বোধন করেন তিনি।

https://www.facebook.com/news24.website.bd/videos/499758627474510/

তিনি বলেন, আমি ছবি আঁকতে পারি না। তবে আমার মামাতো ভাই পারে। আমি মাঝে মাঝে ওকে ডেকে নিয়ে নিজের কল্পনা ওকে বলি, ও এঁকে দেয়। সেটা নিয়ে আমার প্রকৌশলীদের দেখাই আর বলি নারায়ণগঞ্জকে এভাবে সাঁজাবে, ওরা সেভাবে কাজ করে।
মেয়র বলেন,২০০৬ সালে আমি নরায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সঙ্গে আমি সম্পৃক্ত হই। তখন চারুকলার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিভক্তি চলছে এবং শিক্ষার্থীরা চারুকলা তালাবন্ধ করে রেখেছে। প্রায় সময়ই এ নিয়ে লেখালেখি হত, পত্রিকার নিউজও দেখি। এটি একটি বস্তি এলাকা ছিল। এখানে কাজ করা ছিল ডিফিকাল্ট। তবু আমি এগিয়ে আসি এবং আফজাল চাচাকে সভাপতি করে একটি কমিটি গঠন করি। তখন আমার মাথায় শুধু এইটাই ছিল চারুকলা এখানে থাকতেই হবে। তখন শিক্ষক, শিক্ষার্থীদের ও কমিটির সঙ্গে বসি এবং কিছু কপ্রোমাইজের সিদ্ধান্ত নেই। শিক্ষার্থীরাও তালা খুলে দেয়। তখন চারুকলাকে পৌরসভার মাধ্যমে নিয়ন্ত্রণ করা শুরু হয়। চারুকলায় যখন যেখানে যা লেগেছে, দিয়েছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে এমন একটি ইনস্টিটিউট হোক তা আমি মনে প্রাণে চেয়েছিলাম। নতুন ভবনের ভিতরে সাংস্কৃতিক জোটকে ছোট্ট একটি জায়গা দিয়েছি। পাশেই পার্ক, শিক্ষার্থীরা তাদের মনের মত করে শিখবে। প্রতিষ্ঠানের পুরো আবাহাওয়াই থাকবে অন্য রকম। আমি কথা দিচ্ছি শিক্ষার্থীদের জন্য হোস্টেল করে দেবো
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এড. আহসানুল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স সরকার কর্তৃক নাইট উপাধী প্রাপ্ত শিল্পী মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন আহমেদ, শিল্পাচার্য জয়নাল আবেদীনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী মইনুল আবেদিন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী সামছুদ্দোহা, চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিশির ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামছুল আলম আজাদ, নাসিক প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, প্রতিষ্ঠাতা সদস্য মো. মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বিদ্যোৎসাহী সদস্য মো. জহিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি লুবনা তারান্নুম, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/নাদিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *