Get the Latest News & Videos from News24 > এক্সক্লুসিভ ভিডিও > না’গঞ্জের ডিসি বদলি হতে চান কেন? শুনুন তাহলে নৈরাশ্যজনক সেইসব কথা! (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদন: আপনি বইলা দেন, তাঁরা এমনই অপদার্থ যে, তাঁদের এই মুহূর্তে প্রত্যাহার করা দরকার। এবং গুলি করে মেরে ফেলা দরকার। জেলা প্রশাসকের মধ্যে কেন এমন হতাশা? সময় অনেক গড়িয়েছে। প্রায় ৪৪ দিন পার হয়েছে। আই ই ডিসি আর এর পক্ষ থেকে নারায়ণগঞ্জকে করোনা ঝুঁকিপূর্ণ (রেড জোন) ঘোষণা দেয়া হয়েছিল। তারপর ৮ এপ্রিল আসে লকডাউন ঘোষণা। সরকার নির্দেশিত সামাজিক দূরত্বকে পাত্তা না দেয়ার ফলে, সংক্রামণ ছড়িয়েছে অবাধে।

এমন বিপজ্জনক পরিস্থিতিতে, নারায়ণগঞ্জের আতঙ্কিত মানুষদের করোনা ঝুঁকি’র অগ্নিগর্ভে ফেলে জেলা প্রশাসক এ কী বললেন? তাহলে সত্যি সত্যি কী তিনি পালানোর পথ খোঁজছেন?
এ প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সচেতন মহলে! নারায়ণগঞ্জের মানুষ এখন দিশেহারা। এমন এক অস্বাভাবিক পরিস্থিতিতে স্বস্তির আশায় এই প্রতিবেদক নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কাজী জসিমউদদীন আহমেদকে ফোন করেছিলেন।

তিনি হতাশ করলেন। ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যুদ্ধে লিপ্ত, তখন জেলা ‘করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমন্বয় কমিটির’ প্রধান সেনাপতি জেলা প্রশাসকের এমন আত্মসমর্পণ ও অপ্রাসঙ্গিক মন্তব্যে নিউজ২৪ডটওয়েবসাইট এর এই প্রতিবেদক বিব্রত ও হতভম্ব!

২১ এপ্রিল মঙ্গলবার রাতে জেলা প্রশাসক জসিমউদ্দিনকে ফোন করেন এই প্রতিবেদক।
শহরে করোনার বিদ্যমান পরিস্থিতির কোন পরিবর্তন নেই। এ অবস্থা থেকে উত্তোরণের উপায় নিয়ে কথা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘পরিবর্তন নাই আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি। আপনি বইলা দেন, তাঁরা এমনই অপদার্থ যে, তাঁদের এই মুহূর্তে প্রত্যাহার করা দরকার। এবং গুলি করে মেরে ফেলা দরকার।

জেলা প্রশাসক পদমর্যাদার দায়িত্বশীল একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে যা মোটেও যায় না। গেল সপ্তাহে গত ১৩ এপ্রিল একই সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ রেব-১১ এর কন্ট্রোল রুমে দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে সেলফোনে সহযোগিতা চাওয়া হলে দায়িত্বশীল ওই কর্মকর্তা চমৎকারভাবে সন্তোষজনক উত্তর দেন।

বিনয়ী জেলা প্রশাসক হিসেবে পরিচিত জসিমউদদীন সংবাদকর্মীর সঙ্গে কথা বলার সময় কেন ধৈর্য হারালেন তা বোধগম্য হয়নি। করোনা প্রতিকার ও প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের অভাব ও উদাসীনতার পরিণতিতে নারায়ণগঞ্জে করোনা সংক্রামন চারপাশে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে, এ কথা মানুষের মুখে মুখে।

আজ ২২ এপ্রিল দিনের প্রথম প্রহরে চ্যানেল আই প্রতিনিধি রুমন রেজার লাইভ প্রতিবেদনেও নারায়ণগঞ্জের কাঁচাবাজার (দিগবাবু বাজার ও ডাইলপট্টি-নিতাইগঞ্জ পাইকারি বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত না করার বিষয়টি তোলে ধরেন।।

*নারায়ণগঞ্জে প্রতিদিন সংক্রমনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে

*অভিজ্ঞজনরা মনে করেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্টেক হোল্ডার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতেও পাইকারি বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহজেই
সম্ভব। সঅনেকে আবার আইন প্রয়োগের শৈথিল্যকেও দায়ি করেছেন।

এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফাজ্জল হোসেন মুকুল বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করে নয়, প্রয়োজন মোটিভেশানও। স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থা যৌথ উদ্যোগেই কেবল এ কাজটি সফল করা সম্ভব।

নিউজ ২৪ ডট ওয়েবসাইটের প্রতিনিধি নিরাক হোসেন ও তুষার দাসের ক্যামেরায় খাদ্য সামগ্রীর পাইকারি বিক্রয়কেন্দ্র ‘ডালপট্টি-নিতাইগঞ্জ ও বৃহত্তর কাচামাল বিক্রয় কেন্দ্র দিগবাবুর বাজার ঘুরে যে চিত্র অস্বাভাবিক চিত্র পাওয়া গেছে।

*সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ইকবাল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে স্বাস্থ্যসেবা।

আশার কথা শুনিয়ে তিনি বলেন, না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব,ভেন্টিলেটর সেটআপ অনেকটাই দীর্ঘসূত্রিতার ব্যাপার। তাই, শর্ট টাইম বেসিস বিকল্প চিকিৎসার ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি নারায়ণগঞ্জের বালুরমাঠে ২০০ শয্যার আনোয়ার খাঁন মডার্ন হাসপাতাল ও জালকুড়িতে প্রোএ্যাকটিভ হাসপাতালকে ইমিডিয়েট করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের সুপারিশ করেছেন। এ দুটো হাসপাতাল খুবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। সরকার চাইলে ২৪ ঘন্টায় এ দুটো স্বয়ংসম্পূর্ন হাসপাতালে চালু করা সম্ভব।

চিকিৎসক, নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্যসম্মত থাকা খাওয়ার সুবব্যস্থা প্রসঙ্গে ইকবাল বাহার হতাশা ব্যক্ত করে বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব নিশ্চিত করা হয়েছে বলে আপনারা শুনেছেন?

আসলে বাস্তবতা ভিন্ন। আমি দায়িত্ব পাওয়ার পর সরেজমিনে দেখেছি, টানাবাজরে যে মিনা হোটেল সেবিকাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ভীতিকর পরিবেশ। মেয়েরা একদিন গিয়ে ভয়ে পালিয়ে এসেছেন।

চিকিৎসকদের জন্য জালকুড়ি সরকারি যুব প্রশিক্ষণ কেন্দ্র ভবন আরো নাজুক! ভাঙা কয়েকটি চৌকি, অপর্যাপ্ত ফ্যান, প্রয়োজনীয় এটাস্ট বাথরুম নেই, নোংরা পরিবেশ। ছোট ছোট খুপড়ি!চিকিৎসক, সেবিকাসহ স্বাস্থ্য কর্মীদের পরিবহনের জন্য পিক-আপের ব্যবস্থা করা হয়েছে! যা চিন্তারও অতীত!

চিকিৎসকদের থাকা খাওয়ার জন্য আমার বন্ধু না’গঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটুকে ফোনে অনুরোধ করি। দ্রুত সাড়া দিয়ে তিনি নিজে গাড়ি ড্রাইভ করে এসে চিকিৎসকদের নারায়ণগঞ্জ ক্লাবে থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন।

শহরের প্রাণকেন্দ্রে মেডিনোভা ডা, সেন্টারের উপরে ক্রিসেন্ট ক্লিনিকে. নার্সদের থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাতায়াতের জন্য আমার অনুরোধে সাংসদ সেলিম ওসমান তিনটি মাইক্রোবাস দেবেন নিশ্চিত করেছেন।

মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সবগুলো হাসপাতাল, ক্লিনিক, বিভিন্ন অফিসের গেটে অত্যাধুনিক লেজার মেসিন দেবেন। এসব লেজার মাইক্রো সেকেন্ডে জীবানু মুক্ত করা যাবে। তিনি সবার সহযোগিতা পাচ্ছেন। স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় কাজগুলো স্বল্প সময়ের মধ্য সমাধান সম্ভব বলে ইকবাল বাহার আশা করেন।।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, ঢাকা বিভাগ ও না’গঞ্জ সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইকবাল বাহার দুঃখ প্রকাশ করে বলেন, মিলিটারি প্রশাসন কিন্তু অনেক ভদ্র, অনেক ভলো। তাঁরা সৎভাবে কাজ করতে চায়। তাঁদেরও কাজ করতে দেয়া হয়না। তাঁরা নিজ খরচে নারায়ণগঞ্জ তিনটি আইসোলেশন ক্যাম্প পরিচালনার দায়িত্ব নিতে চেয়েছেন। ডাক্তার নার্স তাঁদের, খাওয়া সব খরচ তাঁদের। তিনটি জায়গা চেয়েছেন মাত্র, স্থানীয় প্রশাসন সেই জায়গাটুকুও তাদের প্রোভাইড করেননি বলে তিনি আক্ষেপ করেন।

ইকবাল বাহার দায়িত্ব গ্রহণ করেই সিটি কর্পোরেশনকে সবধরনের সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন। সেম্পল কালেকশনের জন্য ল্যাব থেকে আরো তিনজন ট্যাকনিশিয়ান বাড়িয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন। সিটি কর্পোরেশনসহ সবগুলো প্রতাষ্ঠানকে তো এই দুঃসময়ে কাজে লাগেতে হবে, বলেন ইকবাল বাহার।

মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী এ প্রসঙ্গে অভিযোগ করে বলেন, সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদকে শুরুতেই অনুরোধ করেছিলাম নাসিকের সাথে সমন্বয় করে স্বাস্থ্য সেবাদানের জন্য।তিনি কর্ণপাত করেননি। বরং নাসিক নাকি সিভিল সার্জন অফিসের দায়িত্বের মধ্যে পড়েনা বলে আমার অনুরোধ উড়িয়ে দেন। বাধ্য হয়ে নাসিক সীমাবদ্ধতা নিয়ে তিনটি মেডিকেল টিম গঠন করে সাধ্যমত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *