Get the Latest News & Videos from News24 > আন্তর্জাতিক > নাইজেরিয়ায় ১১০ কৃষককে জবাই করে হত্যা!

অনলাইন ডেস্ক:- নাইজেরিয়ায় করোনার ভয়াবহতাকে ছাপিয়ে গেলো ১১০জন কৃষককে গলা কেটে নৃশংস ভাবে হত্যার ঘটনা। গত শনিবার এ নৃশংসতম হত্যাকান্ড ঘটানো হয় নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ধানক্ষেতে। এর আগে গত রোববার বিভিন্ন গণমাধ্যম ৪৩ জন কৃষকের মৃত্যুর খবর বললেও জাতিসংঘ বলছে প্রকৃতপক্ষে ১১০ জন কৃষককে সন্ত্রাসীরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছেন।

নৃশংসতম এই ঘটনাটি শনিবার ‍দুপুরের পরপর দক্ষিণ-পূর্বাঞ্চলের কোশোবি নামক গ্রামে ঘটে। নিহত কৃষকরা জীবিকার সন্ধানে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী অঞ্চল থেকে এসেছিলো।

জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয়ক এডওয়ার্ড ক্যালোন জানান, সন্ত্রাসীরা মোটরসাইকেলে চেপে ভারি অস্ত্র নিয়ে একযোগে হত্যা করে মাঠে কর্মরত নারী ও পুরুষদের। এসময় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় অনেক নারীকেও।

তিনি বলেন ‘নিরাপরাধ নারী ও পুরুষের ওপর চলতি বছরের মধ্যে এটিই সবচেয়ে জঘন্যতম হামলা। আমি এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানাই।

তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতিকালে জঙ্গি সংগঠন আইএস ও বোকো হারাম বহু মানুষকে হতাহত করছে পশ্চিম আফ্রিকার বিভিন্ন স্থাপনায় সিরিজ হামলা করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জঙ্গি সংগঠন দুটি গত এক দশকে দেশটিতে ৩০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়াও কয়েক লাখ মানুষকে করেছে ঘর ছাড়া।

নৃশংস এ ঘটনার প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, ‘এ ঘটনার নিন্দা জানাই আমি। পুরো দেশ জঘন্যতম এ কর্মকান্ডে স্তব্ধ।’

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/রূপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *