Get the Latest News & Videos from News24 > লাইফস্টাইল > রূপচর্চা > ঠোঁট শুকিয়ে যাওয়া ও ঠোঁট ফাটা সমস্যার সমাধান জেনে নিন

অনলাইন ডেস্ক : শীত এলেই অনেকেরই ঠোঁট শুকিয়ে যাওয়া ও ফাটার সমস্যা দেখা দেয়। ফেটেও যায়। 

ঠোঁটে লিপ-বাম ব্যবহারে কিছু সময়ের জন্য স্বস্তি মিললেও স্থায়ী স্বস্তি দেয় না। 

শীতে শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে পরিত্রাণে কিছু ঘরোয়া উপায় রয়েছে।  আসুন জেনে নিই সেই সম্পর্কে-

১. নারিকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। তাই শুষ্কতার হাত থেকে ঠোঁটের সুরক্ষায় প্রতিদিন ঠোঁটে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যারিয়ার অয়েল, নিমের তেল প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজারের কাজ করে, যা ঠোঁট শুকিয়ে যাওয়া ও ফাটা রোধ করে। 

২. মধু ও ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি একসঙ্গে ঠোঁটে ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।  

৩.  অ্যালোভেরার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। ঠোঁট ফাটা কমাতে এটি ব্যবহার করতে পারেন। এ জন্য অ্যালোভেরার পাতা কেটে তার ভেতরে থাকা জেল বের করে একটি পাত্রে রাখুন। ওই জেল রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। 

৪. শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যায় শসা বেশ উপকারী। টুকরো করে শসা কেটে নিন। দুই থেকে তিন মিনিট ধরে শসার টুকরো ঠোঁটের ওপর ঘষতে থাকুন। এ ছাড়া শসার রস না লাগিয়ে চটকে নিয়ে প্যাক তৈরি করেও লাগাতে পারেন। প্রতিদিন অন্তত একবার করে এটি ব্যবহার করলেই ফাটা ঠোঁটের সমস্যা দূর হবে।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/ব্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *