Get the Latest News & Videos from News24 > আবহাওয়া > কালবৈশাখীর আভাস

অনলাইন ডেস্ক : তীব্র তাপদাহের মাঝে বহুল আকাঙ্ক্ষিত হয়েছে বৃষ্টি বুধবার (২৮ এপ্রিল)।

কাল দেশের ১৩টি অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৫৪ মিলিমিটার। ঢাকায় হয়েছে দুই মিলিমিটার।

আজও দেশের ২ অঞ্চল ও ৫ বিভাগে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। এছাড়া আরও ৩দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমলেও এখনো দেশের অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহ বিরাজ করছে। আজও দেশের ৭ অঞ্চল ও ৪ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানান, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানান আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের বিষয়ে জানা গেছে, কুমিল্লা, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানান , সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *