Get the Latest News & Videos from News24 > জাতীয় > ঈদুল আজহার নামাজ শেষে যা বললেন মেয়র তাপস

অনলাইন ডেস্ক:- ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার বায়তুল মোকাররম মসজিদে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঈদুল আজহার নামাজে অংশ নেন। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

দ্রুত সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে এসময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে, স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপন করুন। একই সঙ্গে কুরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দিন, যেন আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পারি।

পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করবেন বলে জানান মেয়র।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / রূপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *