Get the Latest News & Videos from News24 > লাইফস্টাইল > রসনা > ইফতারে ম্যাক্সিকান সালাদ

অনলাইন ডেস্ক:- ইফতারে একটু অন্যরকম আয়োজন হলেও কিন্তু খারাপ হয় না। ইফতারে প্রতিদিন মূল খাবারের পাশে ভিন্ন স্বাদের খাবার রাখা যেতে পারে। এতে ইফতারের মেন্যুতে কিছুটা পরিবর্তন আসবে।

উপকরণ

ডাবলি বুট (সেদ্ধ) ১ কাপ, গাজর আধা কাপ (গ্রেট করা), বাঁধা কপি কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, এভোকাডো কুচি ১ মুঠো, টমেটো কেচাপ আধা কাপ, সুইট চিলি সস আধা কাপ, মধু ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক /ব্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *