Get the Latest News & Videos from News24 > সারাদেশ > অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

অনলাইন ডেস্ক :- কক্সবাজারের টেকনাফস্থ চাকমারকুল ক্যাম্পে (ক্যাম্প-২১) অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (৭ জুলাই) বিকেলে চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর রোহিঙ্গা রশিদ উল্লাহর ঘর নং-৬৩৯ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

No description available.

গ্রেফতার রোহিঙ্গারা হলো, চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর ঘর নং-২৩১’র বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. জুবায়ের (১৯), ব্লক-বি/১ এর ঘর নং-৩৫’র বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নুর আলম (২০), ঘর নং-১৪ এর বাসিন্দা ইসলামের ছেলে আমির হোসেন (৩০), ব্লক-এ/৬ এর ঘর নং-৮৩’র বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. ইয়াকুব (২৭), ব্লক-এ/৭ এর ঘর নং-১৬৩’র বাসিন্দা আবু তাহেরের ছেলে মো. রিদুয়ান (১৮)। তাদের দেখানো মতে ঘর হতে একটি ওয়ান শুটার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসপি তারিক জানান, গোপন সংবাদে খবর আসে চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর রোহিঙ্গা রশিদ উল্লাহর বাড়িতে ৫-৬ জন দুষ্কৃতকারী অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়েই এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা রশিদ উল্যাহ কৌশলে পালানোর উদ্দেশ্যে দৌড় দিলে তার কোমর হতে একটি দেশীয় তৈরী এলজি পড়ে যায়। সাথে সাথে পুলিশ অস্ত্র ও ১ রাউন্ড গুলি জব্দ করে। এসময় ঘরে থাকা অপর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজ ২৪.ওয়েব/ডেস্ক/ব্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *