Get the Latest News & Videos from News24 > শিক্ষা > অনলাইনে পরীক্ষা: অসুবিধার কথা বললেন জাককানইবি উপাচার্য

অনলাইন ডেস্ক :পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেছেন, অনলাইনে শতভাগ শিক্ষার্থীদের ক্লাস আমরা নিতে পারিনি। আমরা ৬০ শতাংশও পারিনি। এটা একটা সমস্যা। আমাদের ভাবতে হবে।

মঙ্গলবার (১১ মে) জাককানইবি প্রেসক্লাব আয়োজিত ‘তারুণ্যে বিশ্ববিদ্যালয় ও প্রেসক্লাব: অগ্রগতির পথচলায়  ৯ মে’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, অনলাইন পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের এ জাতির জন্য খুব ভাল সুফল বয়ে আনবে না। আমরা এমন অবস্থায় এখনও আসিনি যে, শিক্ষার্থীদের কাছে যা প্রত্যাশা তা অনলাইন পরীক্ষার মাধ্যমে খুব সফলভাবে নিতে পারব বা শিক্ষার্থীরা দেখাতে পারবে।

উপাচার্য আশাবাদী হয়ে বলেন, আমি মনে করি না যে অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা এসেই পরীক্ষা দিতে পারবে। সেই অবস্থা সৃষ্টি হবে আগামী জুলাইয়ে, এ ব্যাপারে আমি আশাবাদী।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান। সঞ্চালনা করেন- জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় জাককানইবি প্রেসক্লাব এর ফেসবুক পেজ থেকে।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক /ব্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *