The main component of a healthy environment for self esteem is that it needs be nurturing. It should provide unconditional warmth.
অনলাইন ডেস্ক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় আহত সংবাদকর্মী রফিকুল ইসলাম জনি মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় ।
জানা গেছে , সোমবার (১৮ অক্টোবর ২০২১) রাত ১১ টায় ফতুল্লা (নারায়ণগঞ্জ) থানা প্রতিনিধি জনি ট্রাক চাপায় আহত হয়। তাৎক্ষনিক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক জনির অকাল মৃত্যুতে শোকাহত।
নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক