Get the Latest News & Videos from News24 > প্রবাস > মালয়েশিয়ায় ঈদের নামাজে করোনা বিধি ভাঙায় ৪৮ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক :  মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে কোভিড-১৯ বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৮ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের এখন রিমান্ডে নেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে দ্য স্টার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুলাই) ওই ৪৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের আজ বুধবার সকালে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডের আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী ও বাকি ৪৮ জন বাংলাদেশি নাগরিক। সকলের বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে এবং স্থানীয় লোকটির বয়স ৬৪ বছর।

অবশ্য মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দেশটির পুলিশের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তিরা করোনা বিধিনিষেধ লঙ্ঘন করে মসজিদের বাহিরে জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিউজ ২৪.ওয়েব/ডেস্ক/ব্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *