Get the Latest News & Videos from News24 > খোলা বাতায়ন > বাপ্পীর মানবিক হয়ে ওঠার গল্প

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মানুষের জন্য কিছু করার। ইচ্ছে ছিল নিজের সামর্থ্যের মধ্যে যা সম্ভব, তাই দিয়েই সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। তবে শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্ন পূরণের জন্য অবিরাম কাজ করেছেন এবং এখনও কাজ করে চলেছেন। বলছি, ‘স্মাইল ইন লাইফ’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো: বাপ্পীর কথা। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর ভবিষ্যৎকে বানিয়েছেন নিজের স্বপ্ন।


আর সেই অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখার বাসনা থেকেই নিজের একটি সংগঠন তৈরি করেছেন, নাম দিয়েছেন “স্মাইল ইন লাইফ”। নামের মাঝেই যেন কাজের উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।


এছাড়াও কুষ্টিয়া জেলার প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে প্রতিষ্ঠা করেন “স্মাইল ইন লাইফ” নামের একটি সামাজিক সংগঠন যা তৃণমুল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে আমল পরিবর্তন এনেছে। মানবিক উন্নয়নের মাঝে রয়েছে, অসহায় নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা, শিশুদের শিক্ষাদানের পাশাপাশি নতুন নতুন পোষাক প্রদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুসের পাশে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজকরে যাচ্ছে বাপ্পি।

এছাড়া ও অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণসহ, গৃহহীনদের ঘর করে দেয়া, কৃষকের তৃষ্ণা মেটাতে মাঠের মাঝে, বিভিন্ন মসজিদ, মাদরাসা, রাস্তার মোড়ে মােেড় ও কবরস্থান ও মন্দিরে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ। এছাড়াও বিভিন্ন সহযোগি সংগঠনের সহযোগিতায় ও সদস্যদের উচ্ছিক অনুদানে সমাজের অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন তিনি। বাপ্পীর এই “স্মাইল ইন লাইফ” সংস্থাকে নারী উদ্যোগ কেন্দ্র, ফুটস্টেপ্স, রিলিফ ইন্টারন্যাশনাল নামক কিছু সহযোগি প্রতিষ্ঠান তাকে সহযোগিতা করে থাকে।


বাপ্পী রাজধানীতে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাপ্পীর নেতৃত্বে এলাকার তরুণ যুবকদের উদ্বুদ্ধকরণ ও সমাজ উন্নয়নে কাজ করছে কিছু উদ্যোমী যুবক। করোনার শুরু থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার পরিবারকে ‘’ এর পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার ১০০০০ মাস্ক বিতরণ করেন তাঁরা।


প্রাথমিক স্বাস্থ্য বো নিশ্চিত করতে উপজেলার দুইশটি পরিবারের মাঝে ফাষ্টএইড বক্স প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, কর্মক্ষম মানুষের আয়ের পথ সৃষ্টির জন্য হাঁস-মুরগি, ছাগল পালন, সেলাই মেশিন প্রদানের কাজও করেছেন বাপ্পী ও তাঁর সংগঠন।


সম্প্রতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কয়েক হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ, সুবিধাবঞ্চিত ও গরিব অসহায় মানুষের মাঝে অক্সিজেন সিলিন্ডার প্রদান সহ খাদ্য সামগ্রী বিতরণ করে অনন্য সৃষ্টি করেছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল প্রদান, আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য নতুন ঘর নির্মাণসহ অসংখ্য ভালো কাজের মধ্য তিনি নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।

অদম্য মেধাবী কাজপাগল এ তরুণের মাধ্যমে অনেক অসহায় গরিব মানুষগুলি আলোর পথে। আগামী দিনে বাপ্পী একটি কম্পিটার ইনসটিটিউট সহ, একটি প্রাথমিক সেবা কেন্দ্র স্থাপন করতে চায়। আর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে তরুন উদ্যোগী বাপ্পী একটি মানব দরদি হয়ে উঠেছেন।

“স্মাইল ইন লাইফ” এর প্রতিষ্ঠাতা বাপ্পী বলেন, এ পর্যন্ত একশটিরও বেশি ইভেন্ট আমরা সফলভাবে সম্পন্ন করেছি, আরও বেশ কিছু ইভেন্ট চলমান রয়েছে। আমাদের সংগঠনের সব সদস্যই শিক্ষার্থী। আমাদের এসব ভালো কাজে সহায়তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের বিত্তবানদের অনেকেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের স্বপ্ন পূরণই আমাদের কাজের লক্ষ্য।

বাপ্পী বলে উঠেন, যখন কাউকে সহযোগিতা করতে পারি। যেমন অসহায় রোগীর চিকিৎসা, প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্নভাবে সহযোগিতা, গৃহহীনকে ঘর করে দেওয়া, মাঠের মাঝে কৃষকের জন্য পানির টিউবওয়েল এর ব্যবস্থা নিশ্চিত করা, কারও অর্থের ব্যবস্থা করা, কাউকে একটি একটি রিকশা বা দোকান করে দিলেই কিছুটা স্বাবলম্বী হতে পারে। এমন সব কাজগুলো করতে পারলে মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করে। এই অনুভূতি আসলে কাউকে বোঝানোর মতো নয়। তখন আমার কাছে মনে হয় এটিই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, বড় সাফল্য।

একটা মানুষের মুখে হাসি ফুটাতে পারলে মনে হয় আমি পুরো বিশ্বকে জয় করে ফেলেছি। তবে খ্যাতি কিংবা নামের জন্য নয়, একমাত্র মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই এই কাজগুলো করে আসছি। ভবিষ্যতেও করে যেতে চাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন। অসহায় মানুষদের স্বপ্ন পূরণের জন্য কাজে করে যাচ্ছেন বাপ্পী ও তাঁর সংগঠন। তাঁর এই উদ্যোগে উপকার ভোগ করেছেন সমাজের অসংখ্য মানুষ। আগ্রহী শিক্ষার্থীরা সমাজসেবায় নিজেকে যুক্ত করার সুযোগ পেয়েছে। বাপ্পী তাঁর এই উদ্যোগের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা আনতে চান।

মোঃ বাপ্পী
সাধারন সম্পাদক
স্মাইল ইন লাইফ
মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ

www.facebook.com/bappygsf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *