Get the Latest News & Videos from News24 > এক্সক্লুসিভ ভিডিও > মাদারিপুর রঘুরামপুরে মল্লিক বাড়ীতে নিত্যানন্দ সেবাশ্রমে ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ সমাপ্ত।

অনলাইন ডেস্ক : বাড়ির কাছে আরশি নগর। ঠিক তাই। পদ্মাপারে মাদারিপুর জেলার অন্তর্গত আরিয়াল খাল নদের তীরঘেঁষা রঘুরামপুর গ্রামের মল্লিক বাড়িতে প্রতিষ্ঠিত দুই শতাব্দী প্রাচীন নিত্যানন্দ সেবাশ্রম বাংলাদেশের অন্যতম তীর্থস্থান দর্শনলাভে দর্শনার্থীরা মুগ্ধ।

অটল তত্ত্বের আধ্যাত্মিক গুরু ক্ষ্যাপা বাউল নিতাই চাঁন গোস্বামীর সমাধিস্থলে তিন দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহনামযজ্ঞর সমাপনী অনুষ্ঠান ছিল ২৩ অক্টোবর রবিবার।

এ উপলক্ষে কীর্ত্তন,মহাপ্রভূর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানের শেষ পর্বে বৈষ্ণব ভক্তবৃন্দের পদধ্বনির ঝংকারের মুগ্ধতা ছড়িয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গন।

গ্রামীন নৈসর্গিক শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশে ধর্মীয় পীঠস্থানের বিশেষ আকর্ষণ ছিল শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে গীতা নিকেতন উদ্বোধন ও অভ্যাগত দর্শনার্থী ও অতিথিদের সংবর্ধনা,আলোচনা অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জের সভাপতি শ্রী আশিষ কুমার দাস। ক্ষ্যাপা বাউল নিতাই চাঁদ গোস্বামীর কনিষ্ঠ নাতি জিতেন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন গণমাধ্যমকর্মী সুভাষ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি শ্রী কমল সাহা ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা,প্রধান সমন্বয়ক বিপ্লব কুণ্ডু, সুদর্শন সাহা,সুখরঞ্জন দাস।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবাশ্রমের পক্ষে বিকাশ গোসাই, ধীরেন মল্লিক,মিলন মল্লিক,অনিল চন্দ্র দাড়ীয়া,রামানন্দ পোদ্দার, প্রমদ কুমার পোদ্দার প্রমূখ।

বিশেষ আকর্ষণ ক্ষ্যাপা বাউল নিতাই চাঁন গোস্বামীর তৃতীয় পুরুষোত্তমের সহধর্মিণী শতায়ূ শ্রীমতির (১০২) পদস্পর্শ ও কৃপা লাভে ভক্তদের প্রাণপন চেষ্টা সবার দৃষ্টি কাড়ে।বর্ণাঢ্য আয়োজনটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মহাপুরুষ নিতাই চাঁন গোস্বামীর সুযোগ্য প্রপৌত্র সেবক, শাস্ত্রজ্ঞ ভগবত পাঠক শ্রী শাওন মল্লিক।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *