Get the Latest News & Videos from News24 > এক্সক্লুসিভ ভিডিও > দুর্গোৎসবে ৩ দিন ছুটির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে ‘সচেতন হিন্দুসমাজ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক – শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে সচেতন হিন্দু সমাজ।

দেশের প্রায় পনেরটি মূলধারার হিন্দু সংগঠনের সমন্বয়ে গঠিত “সচেতন হিন্দু সমাজ”-এর আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রী রিপম দাশ শেখর এ কর্মসূচী ঘোষণা করেন।

আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এমকে মুমিন এর পাঠানো তথ্য ও শ্যমল সাহার ক্যামেরায় আমি সুভাষ সাহা। ও

শারদীয় দুর্গা পুজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে আগামী ৮ অক্টোবর ২০২০
গণভবন অভিমুখে লংমার্চ কর্মসূচীতে অংশগ্রহণের জন্য সকল সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক শ্রী রিপম দাশ শেখর।

(১ অক্টোবর)২০২০ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সচেতন হিন্দু সমাজের পক্ষে এই আহ্বান জানান ‘সচেতন হিন্দু সমাজের’ আহ্বায়ক ও ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রী রিপম দাশ শেখর।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার – ‘সচেতন হিন্দু সমাজের’ ব্যানারে
একই দাবীতে চট্টগ্রামে বিশাল শোভাযাত্রা,মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

রিপম দাশ শেখর এর সভাপতিত্বে ও টিটু শীল অর্পের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য দেন চমিকের কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, ডা. কথক দাশ, সুজিত সরকার, প্রিতম দেবনাথ, রুবেল কান্তি দে, বিশ্বজিৎ সরকার, বাপ্পীদেব বর্মণ, লিংকন তালুকদার, অশোক চক্রবর্তী, অমিত ধর, রুবেল কান্তি দেবনাথ, বিকাশ কান্তি দাশ, উত্তম কুমার দে, মিন্টু দেবনাথ, নেপাল শীল, কমলেন্দু শীল, গোপাল দাশ টিপু, লিপ্টন দেবনাথ, রিপন দাশ,ছোটন চৌধুরী রয়েল,রিপন ঘোষ, রাজু দাশ, রবিন পাল, অভিজিৎ দেবনাথ প্রমুখ।

এ কর্মসূচীর ধারাবাহিকতায় এক সপ্তাহের ব্যবধানে গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব… মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পাঁচদিন ব্যাপী হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় শারদীয় উৎসবের ছুটি মাত্র একদিন।

তাও আবার দশমী দিন অর্থাৎ সমাপনী দিনে,যেদিন উৎসবের আনুষ্ঠানিকতা আর কিছুই অবশিষ্ট থাকে না। এইদিন
দুর্গা দেবীকে বিদায়ের বিরহে ভক্তদের মন থাকে বিষন্নতায় আচ্ছন্ন।

বক্তারা আরো বলেন,সংবিধানে সকল ধর্মের সমান অধিকারের কথা থাকলেও হিন্দু সমাজ তা থেকে বঞ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে
হিন্দুদের দেব দেবী নিয়ে কটুক্তি করে ধর্মানুভূতিতে চরমভাবে আঘাত করা হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয় না!
অথচ ফেক আইডি থেকে বানোয়াট তথ্য ছড়িয়ে হিন্দুদের বলির পাঠা বানানো হয়।
বাড়িঘর ভাঙচুর,লুটপাট, অগ্নি সংযোগ যেন অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
কোন প্রতিকার নেই।

বক্তারা আক্ষেপ করে বলেন,লম্বা ছুটি নিয়ে একটি সম্প্রদায়কে ঈদ উৎসব উপভোগ করার সুযোগ দেয়া হলেও
সনাতন ধর্মাবলম্বীরা পাঁচদিন ব্যাপী দুর্গোৎসবের ছুটি পান মাত্র একদিন।

ফলে,পরিবার পরিজন নিয়ে হিন্দুদের বাৎসরিক সার্বজনীন শারদীয় দুর্গোৎসবটা নামেই উৎসব——
উপভোগ আর হয়ে উঠে না।

এটি মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশে সানতন ধর্মাবলম্বীদের প্রতি চরম অবিচার, অবহেলা ও অবজ্ঞার নামান্তর।

সারা বছর মানসিক প্রস্তুতি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর—
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৫ দিন প্রত্যেকটি হিন্দু পরিবারে থাকে উৎসবের আমেজ। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পারিবারিক মিলনমেলায় পরিণত হয় প্রতিটি ঘর, বাড়ি,মহল্লা ও গ্রাম।

কিন্তু দুঃখের বিষয় সরকারি ছুটি মাত্র ১ দিন।
তাও বেশিরভাগ সময়ই স্বাভাবিক ছুটির দিন শুক্র অথবা শনিবারেই পড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিন্দু নেতারা বলেন, আগামী ৮ অক্টোবর ৩ দিন সরকারি ছুটির দাবিতে গণভবন অভিমুখী সত্যাগ্রহ পদযাত্রা বা লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে।

৮ অক্টোবর বিকাল ৩টায় গণজমায়েত হবে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।

সেখান থেকে এক দফা এক দাবিতে গণভবন অভিমুখী লংমার্চ শুরু হবে।

লংমার্চ চলাকালে সীতাকুন্ড, মিরসরাই, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দাবির সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে হিন্দু নেতারা বলেন,
২১ অক্টোবর থেকে ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে,
তা অবিলম্বে স্থগিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রমনা কালি মন্দিরের উপদেষ্টা শ্রী মিলন শর্মা, জাগো হিন্দু পরিষদ, সনাতন সংঘটন, হিন্দু মহাজোট, শারদাঞ্জলী ফোরাম, সনাতন বিদ্যার্থী সংসদ, সনাতন মৈত্রী সংঘ, সনাতন সেবক সংঘ, বিশ্ব সনাতন ঐক্য, গীতামৃতম্ সংঘ, শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় পরিষদ,

নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শ্রী অশোক চক্রবর্তী, শ্রী টিটু শীল, শ্রী লিটু সূত্রধর, শ্রী রাজেশ চক্রবর্তী, শ্রী অজিত শীল, শ্রী লিংকন তালুকদার, শ্রী বিপ্লব পার্থ, শ্রী লিপটন দেবনাথ লিপু, শ্রী আনিন্দ্য আলো, শ্রী অভিরাজ দেবনাথ প্রমুখ

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/শ্যামল সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *