Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > দায়ের কুপ থেকে কেউ রক্ষা পাবেন না : ব্যারিস্টার সুমন

নিউজ২৪ডটওয়েবসাইট : রিফাত শরীফের (২২) মৃত্যুর ঘটনায় বরগুনা জেলা জুড়ে চলছে শোকের মাতম। রিফাতকে এক নজড় দেখতে তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে এসেছে হাজারো মানুষ।

Image result for বরগুনায় খুন হওয়া রিফাত

বৃহস্পতিবার ২৭ জুন বরগুনায় খুন হওয়া রিফাত শরীফের বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। তিনি মনে করেন, রিফাতের ওপর যে দায়ের কোপ সন্ত্রাসীরা বসিয়েছেন, সেই কোপ সবার জন্য অপেক্ষা করছে। বুধবার সকালে স্ত্রীর সামনেই রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে সুমন লেখেন, ‘এই দায়ের কোপ শুধু রিফাত নয়, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যদি এখনই এর প্রতিবাদ এবং প্রতিরোধ না করি তবে অনেক দেরী হয়ে যাবে। আমি আছি, থাকব। আপনারাও থাকুন।’

Related image

বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন স্থানীয় নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে রিফাতের বাবা বুধবার রাতেই বরগুনা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

নিউজ২৪ ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

One thought on “দায়ের কুপ থেকে কেউ রক্ষা পাবেন না : ব্যারিস্টার সুমন

  1. সুমন ভাই, আবারও আপনাকে অন্তরিক অভিনন্দন জানাই। শরিফকে দিনে সবার সামনে প্রকাশ্যে যে ভাবে নরপিশাচের মতো করে হত্যাযোগে মেতে উঠেছিল তা ভাষায় বলার মত না😥।শরিফের স্ত্রী প্রতিহত করতে চেষ্টা করেছিল আর কতো লোক নিরব দশকের মতো দাড়িয়ে ছিল? এই দশকশ্রেণির লোকদের ধিক্কার জানাই। সুমন ভা, আপনার কথার সাথে আমরা সবাই একমত যে এই দায়ের কোপ থেকে কেউই রেহাই পাব না।
    আমারা আপনার সাথে আছি, সুমন ভাই।
    আমরা এ-র তীব্র প্রতিবাদ জানাই আর মানুষ নামের পশুগুলোকে ফাঁসীর দাবী জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *