Get the Latest News & Videos from News24 > আবহাওয়া > তাপমাত্রা আরো বাড়তে পারে, দেখা যায় সাগরে নিম্নচাপ

অনলাইন ডেস্ক: শীত আরও কমতে পারে, তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি । তবে এ পরিস্থিতি আরও একদিন থাকতে পারে, এরপরই তাপমাত্রা আবার কমার ধারায় ফিরতে পারে।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি অনেক দূরে থাকায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই।

কিছুটা কমার পর গতকাল থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তির দিকে রয়েছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা একদিন আগে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ঢাকার । সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তিনি আরও বলেন, আগামী তিনদিনে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।.

নিউজ ২৪./ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *