Get the Latest News & Videos from News24 > রাজনীতি > ঢাকায় বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক:– খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। ভিড় বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের । খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ।

গত শনিবার একই দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পর দিন রোববার জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।

নিউজ২৪.ওয়েব / ডেস্ক / ঝিনুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *