Get the Latest News & Videos from News24 > আইন-আদালত > ট্রাকের চাকা ফেটে প্রাণ গেলো চালকের ও সহকারীর

অনলাইন ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে বালুভর্তি ট্রাকের চাকা ফেটে কাওসার আহমদ (২০) নামের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আহমদ জৈন্তাপুর উপজেলার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। আহত ট্রাকচালক মিজান মিয়া (২৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালুবোঝাই ফেঞ্চুগঞ্জগামী ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও সহকারী মেরামতের চেষ্টা করেন। তখন দুটি চাকার একটি আচমকা ফেটে উড়ে যায়। চাকার আঘাতে চালক ও সহকারী ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহকারী কাওসারের মৃত্যু হয়।

নিউজ ২৪./ ডেস্ক/ সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *