Get the Latest News & Videos from News24 > নারায়ণগঞ্জের খবর > নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১০ জন

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত আরও ১০ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৬৬৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪২ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।

নতুন করে সিটি কর্পোরেশনে ২ জন, সদরে ২ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৬ জন ও আক্রান্ত ২ হাজার ৩৯১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৫১৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮৭ ও মারা গেছেন ৪ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬০১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৯৯ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৪২ হাজার ৯৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫২ জনের।

সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৩৬৬ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ২৩৬ জন, সদর উপজেলায় ১ হাজার ৪৬২ জন, রূপগঞ্জে ১ হাজার ২৪০ জন, আড়াইহাজারে ৫৯০ জন, বন্দরের ২৭৪ ও সোনারগাঁয়ে ৫৬৪ জন করোনা মুক্ত হন ।

নিউজ ২৪.ওয়েবসাইট/ নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *