Get the Latest News & Videos from News24 > অর্থনীতি > সাউন্ড ইঞ্জিনিয়ার শ্যামল সাহা অনলাইন ভিত্তিক খাঁটি ঘি ও তেল সাপ্লায়ার

নিউজ২৪.ওয়েবসাইট ডেস্ক: করোনার অচলায়তন ভেঙে শিক্ষিত যুবক-যুবতীরা জীবিকার প্রয়োজনে অনলাইন ভিত্তিক ব্যবসার দিকে ঝুঁকে পড়েছে।

https://www.facebook.com/news24.website.bd/videos/307228917008616/?t=2

নারায়ণগঞ্জের শিক্ষিত তরূণ উদ্যোক্তা সাউন্ড ইঞ্জিনিয়ার শ্যামল সাহাও বসে নেই। যেই ভাবনা সেই কাজ।
যাত্রার শুরুতে নির্ভরযোগ্য সোর্সের সন্ধানে মাঠ চষে বেড়িয়েছেন। ভাবেন, উপ-শহর ও প্রত্যন্ত গ্রামীন জনপদের গেরস্তের উদ্যমী বৌ-ঝিদের হাতকে কাজে লাগানোর এখনি সময়।

শ্যামল সাহা’র বিনিয়োগ, গাইডলাইন অনুযায়ী ও গেরস্তের শ্রমের বিনিময়ে প্রাথমিকভাবে উৎপাদিত হাইজেনিক খাঁটি ঘি, ঘানির সরিষার তেল সরবরাহের একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।
সাড়াও মেলে।

https://www.facebook.com/news24.website.bd/videos/345325366641950/?t=4

রাতারাতি সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেলেন হোমমেড ফুড প্রডাক্ট সাপ্লায়ার।

“শ্যামল সাহার পোস্টটি পাঠকদের জন্য”

*ঘি! ঘি!! ঘি!!!

*গরুর দুধের খাটি গাওয়া ঘি!

গতকাল ঘি নিয়ে একটা পোষ্ট করেছিলাম, ভাল সারা পেয়েছি, অনেক ভাল ভাল কমেন্ট পেয়েছি, খুব ভাল লেগেছে! অনেকেই আমার ঘি সস্পর্কে জানতে চেয়েছেন, তখন আরও ভাল লেগেছে !

আমার ঘি কেমন হবে, কত % খাটি,কিভাবে তৈরি করি, দুধের উৎস কি, সর কোথায় পাই, নিজের খামার আছে কিনা ইত্যাদি!

যখন এসব প্রশ্নের উত্তর দিতে পেরেছি তখন মনে হল উইতে এসে তো আমার ভাল উন্নতি হয়েছে, আসলে পড়াশুনা আর অভিজ্ঞতার কোন বিকল্প নেই,উইতে আসার পর নতুন ভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে, আর উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি, বিভিন্ন যায়গা ঘুরে ভাল পন্যের উৎসটা খুজে বের করতে চেষ্টা করেছি, যা গুনে মানে এবং দামে সঠিক, ব্যবসায় একটা কথা প্রচলিত “কিনে লাভ করতে লাভ না পারলে বিক্রি করে লাভ হয়না” তাই সঠিক দামে কাঁচামাল ক্রয় নিশ্চিত করি! আর ঘি এর বিষয়টা আমি ছোটবেলা থেকে শিখেছি, তাই কাজটা সহজ হয়েছে!

মাষ্টার ক্লাসেও দেখলাম রাজিব স্যার যে কথাগুলো বলেন পণ্যের মান কোয়ালিটি দাম, কাষ্টারের প্রয়োজন সবকিছু ভেবেচিন্তে আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে এবং তার মূল্য নির্ধারণ করতে হবে এবং সবচেয়ে গুরুত্ব দিতে হবে তার কোয়ালিটির দিকে কোনভাবেই কোয়ালিটিতে কমপ্রোমাইজ করা যাবেনা ,কারন আমরা এখনো কোন প্রতিষ্ঠিত ব্রান্ড নই, নাহলে আমাদের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে! তাই এইসব বিষয়গুলো সবার আগে বিবেচনা করে কাজ করছি!

গতকাল মাষ্টার ক্লাসের আগ পর্যন্ত এতটা সারা পাব ভাবতেই পারিনি, আসলে এটাই উই’র সদস্যদের একে অপরের প্রতি ভালবাসা, সহযোগিতা এবং সাপোর্ট করা, কেবল মাত্র উইতেই এটা হয়, অন্য কোথাও দেখা যায় না!

দুপুর এবং রাতের জন্য #অর্ডার নেওয়া হচ্ছে।

#আইটেম: ১.খুঁদের ভাঁপা, ৫ রকমের ভর্তা, ডিম ভাজা, সালাদ-১৩০/-টাকা।

#আইটেম: ২.ভূনা খিচুরী, ডিমের ভূনা, সালাদ -৮০/টাকা। ভূনা খিচুরী, মুরগী ভূনা (পলট্রি)সালাদ-১২০/-টাকা, ভূনা খিচুরী, মুরগী ভূনা (কর্ক) সালাদ-১৫০/-টাকা। ভূনা খিচুরী, খাসির ভূনা, সালাদ ২২০/-টাকা।

#আইটেম: ৩.পোলাও, রোষ্ট, ডিম, সালাদ – ১৬০ টাকা। স্পেশাল অফার শুধু শুক্রবার, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ২পিস, ভেজিটেবল ১৩০/-,

আইটেম : ৪.খাসির বিরিয়ানি-২৫০/- টাকা, মুরগীর বিরিয়ানি-১৫০/- টাকা

#অর্ডার করতে কল করুন : 01919042238. #ইনবক্স করুন।

*শ্যামল সাহা

*সাউন্ড ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা

*বিশুদ্ধ খাবার ঘর

*নারায়ণগঞ্জ |

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *