Get the Latest News & Videos from News24 > সারাদেশ > সিরাজদিখানে করোনা জয়ী ১২ পুলিশ সদস্যকে ফুলেল সংবর্ধনা

লতা মন্ডল: করোনাভাইরাস জয় করা ১২ পুলিশ সদস্যকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ৩টায় সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন নিজ কার্যালয়ে জয়ীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে তাদের মৌসুমী ফল ও মিষ্টি মুখ করানো হয়। এতে উজ্জীবিত করোনাজয়ী পুলিশ সদস্যরা।

https://www.facebook.com/news24.website.bd/videos/557225198282659/?t=1

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এ এসপি সার্কেলের (সিরাজদিখান) রাজিবুর ইসলাম রাজিব, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকসহ কর্মকর্তাবৃন্দ।

সুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন-সুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক, ডিএসবি এস আই মোঃ আবুল বাশার, এস আই তন্ময় মন্ডল,পি এস আই মোঃ আবু তাহের মিয়া,এস আই মোঃ জুবায়ের মৃধা,এস আই বিজয় কৃষ্ণ কর্মকার,এ এস আই মোঃ মনিরুজ্জামান, ডিএসবি কন্সটেবল মোঃ মাহবুবুল আলম,এ এস আই আঃ মালেক, কন্টবেল মোঃ ইউনোস মিয়া.কন্টবেল এস এ এফ মোঃ সবুজ।

বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

সিনিয়র এ এসপি সার্কেল মোঃ রাজিবুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে।

সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, সঠিক নিয়ম মেনে চিকিৎসা সেবা নিয়ে আমরা সবাই সুস্থ হয়ে উঠেছি। আমাদের সার্বক্ষণিক সাহস ও কর্মকর্তাবৃন্দর সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে এসেছে। আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *