Get the Latest News & Videos from News24 > এক্সক্লুসিভ ভিডিও > করোনা আতঙ্ককে তুচ্ছ করেই নারায়ণগঞ্জে ঈদের দিনে বেরিয়েছিল তরূণ তরূণীরা

নিরাক হাসান প্রেম:

এক মাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়েই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হয়েছে এক নির্মম বৈরি পরিস্থিতির মধ্যে । করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদের দিন আতঙ্ক নিয়ে ই বিক্ষিপ্তভাবে ঘুরে বেরিয়েছে নানা বয়সের মানুষ।
তবে, কারো মধ্যেই ছিলনা চিরাচরিত আনন্দ উচ্ছাস ও উৎফুল্লতা।
ভয়কে তুচ্ছ করে যতটুকু সম্ভব ঘরেবাইরে সঙ্গীসাথীদের নিয়ে কিছুটা হলেও পুষিয়ে নেয়ার চেষ্টা ছিল লক্ষনীয়।
ঈদের আনন্দ বলে কথা।
নারায়ণগঞ্জ ঘুরে অভিজ্ঞতার জনিয়েছেন
নিউজ ২৪ডট ওয়েবসাইটের প্রতিনিধি নিরাক হাসান।

করোনা আতঙ্ককে তুচ্ছ করেই নারায়ণগঞ্জে ঈদের দিনে বেরিয়েছিল তরূণ তরূণীরা

নারায়ণগঞ্জে সদর উপজেলার বক্তাবলি ঘাটের সদূরেই বুড়িগঙ্গা নদীর তীরে দেখা মিললো অধর জনসমাগম। বেশীর ভাগ মানুষের মুখে নেই মাস্ক নেই সামাজিক দূরত্ব পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে এখানে।

প্রশাসনের কঠোর প্ররিশ্রমের পরও নেই মানুষের মধ্যে এই নূন্মতম চিন্তা ধারা । কোভিড-১৯ এই ভাইরাস থমকে দিয়েছে সারাবিশ্বকে থমকে দিয়েছে সকল শ্রেনীর মানুষকে। তাকে উপেক্ষা করে মানুষের মধ্যে নেই সতকতা। এই রকম মহামারিতে কেনো বের হয়েছেন এমন প্রশ্নতে অনেকেই এড়িয়ে চলে যায়। কেউ কেউ বলেছে… (ভিডিও)

করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্তহার প্রায় উনষাটঁ লাখেরও বেশী। এতে মৃত্যু হয়েছে সাড়ে ৩ লাখেরও বেশী মানুষ। সুস্থ আছে ২৬ লাখের উপরে। এই মহামারি থেকে রক্ষা পেতে হলে আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের আশে পাশের সকল কে এই ভাইরাস সম্পর্কে সতর্ক করতে হবে।

নিউজ২৪.ওয়েব/ সংবাদদাতা /নিরাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *