Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > করোনা পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টি করলেই আইনানুগ ব্যবস্থা: র‌্যাব

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতি নিয়ে র‍্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা চলছে। কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।

গতকাল শুক্রবার (২২ মে) সকালে র‍্যাব মহাপরিচালক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন। ব্রিফিংয়ে র‍্যাব মহাপরিচালক জানান, করোনা মহামারীর সময়ে বিভিন্ন অভিযানে ধর্ষক ও ৩১ জন হত্যাকারী, ৪৭ জন জঙ্গি, ২ হাজার ৫০১ জন অপরাধী, ১ হাজার ৪৮৫ জন মাদক ব্যবসায়ী ও ৮৯ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অস্ত্র তৈরির কারখানা ও ২ জন কারিগর, ১২৭টি অস্ত্র, ৩ হাজার ১শ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এসময় তিনি আরো বলেন, ঈদে গণ-পরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যাওয়া যাবে। ব্যক্তিগত গাড়িতে সাধারণত পরিবারের মানুষজনই ভ্রমণ করে থাকে। তাই সরকার মানুষের সুবিধায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ঈদের দিন সবাইকে ঘরে থেকে ঈদ পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত নিশ্চিতে সারা দেশে র‍্যাবের নজরদারি থাকবে বলেও জানান ডিজি। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *