Get the Latest News & Videos from News24 > আন্তর্জাতিক > বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’

অনলাইন ডেস্ক: সারাদেশ যেখানে করোনা আতঙ্কে সেখানে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের তিরস্কারের মুখে পড়েছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শনে গেলে চিকিৎসাকর্মীরা ঘুরে পৃষ্ঠ প্রদর্শন করেন তাকে।

করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম রাজধানী ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। গাড়িতে করে যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন তখন চিকিৎসকেরা উল্টোমুখ করেন প্রেসিডেন্টের দিকে। পাশাপাশি দাড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন। প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তারা এভাবে প্রধানমন্ত্রীকে পৃষ্ঠ প্রদর্শন করেন।

বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

বরং দেশটিতে করোনা শুরু হওয়ার পর সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা আরও ক্ষুব্ধ হন।

চিকিৎসকদের কাছে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারির পর সবই পাল্টে যাবে।

বেলজিয়ামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৮০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫২ জন।

সূত্র: The Bangladesh Today

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *