Get the Latest News & Videos from News24 > Uncategorized > একজন বাংলাদেশ সেনাবাহিনী অফিসারের হৃদয়বিদারক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদন (টিপু চৌধুরী): কাল 2020/03/29 আমি আমার ফাস্ট ডিউটি শেষ করে আমার সেনানিবাস এর পাসদিয়ে হাঁটছিলাম। দেখি একমহিলা অসুস্থ। আমি আমার ব্যাচ ম্যান দের ডেকে তাদের সাহায্যে ভদ্র মহিলা কে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে গিয়ে দেখি কোন ডাক্তার নেই ।

কিন্তু অনেক রোগী সেখানে আছে। জানতে চাইলাম ডাক্তার কোথায় । তারপর জানতে পারি। তারা নাকি ভয়ে আতঙ্কিত তার জন্য কোন ডাক্তার সেখানে নেই। অথছ রোগী গুলো ওখানে ধুঁকে ধুঁকে মরছে। এইসব ডাক্তার দের পদশূন্য করে দেওয়া উচিৎ।

কারন তাদের বিপদে যদি না পাই তাহলে তাদের মত দায়িত্ব হীন ডাক্তার দিয়ে কি করবে জাতি ? পদশূন্য করে আবার নতুন করে নিয়োগ দিতে হবে। এতে বেকার সমস্যা কমবে। আবার অনেকে ভাবতে পারেন ওদের পদশূন্য করলে চিকিৎসা কে দিবে? আপনারা হয়ত জানেন না বাংলাদেশ সেনাবাহিনীর। AMC কোর রয়েছে AMC পূর্ণরূপ আর্মি মেডিকেল কোর/বিভাগ। আর্মির মেডিকেল অফিসার এর সকল ক্যাপ্টেন MBBS এবং FCPS।

এবং সাধারণ ডাক্তার এর থেকে ওনারা বেশি প্রশিক্ষণ প্রাপ্ত। আর সেইসাথে AMC কোরের শতশত তরুণ তরুণী সৈনিক তো রয়েছেই। সো ভয়ের কোনো কারণ নেই। এখানে আমি সব ডাক্তার দের পদশূন্য করার কথা বলছিনা। আমি বলছি দায়িত্ব হীন ডাক্তার দের কথা‌। আবার কিছু কিছু ডাক্তার রয়েছেন তারা রোগী দের সেবা দিতে পারলে একটু সস্থি পান। তারা রোগী দের সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। সেসকল ডাক্তারদের আমি হাজারো সালাম জানাই।

আর পদশূন্য ঙ্গানহীন ডাক্তাদের পদ পূরণ করার জন্য প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি সোনার তরুণ তরুণী পাস করে বের হচ্ছে।

আর সরকার কি আমাদের আপনাদের কোটি কোটি টাকা বেতন দিয়ে পালছে এইজন্য? আর ভুলে গেলে চলবেনা সমস্ত সরকারি চাকরিজীবীদের বেতন আসে এই অসহায় জনগণের টাকা থেকে।
তাদের টাকায় খেয়ে তাদের টাকায় পরে আবার তাদেরকেই আমরা ভুলে যাই এটা হলে চলবেনা।
সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে,,,,,,,

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *