Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > ভয়ংকর এক নব্য মাফিয়া নরসিংদীর পাপিয়া (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদন: অধুনা ক্যাসিনো কেলেঙ্কারির পর নরসিংদির নব্য মক্ষী রানী পাপিয়া এখন দেশের গরম খবর।

ক্ষমতাসীন দলের তকমা লাগিয়ে নোংরাপথে টাকা কামানো ক্যাসিনো সম্রাট ও মক্ষী রানী পাপিয়াদের প্রধান ধান্দা!

https://www.facebook.com/news24.website.bd/videos/2879157182168798/?t=2

মাত্র ২৮ বছরের তরুণী পাপিয়ার অপরাধ জগতের ভয়াবহ চিত্র আন্তর্জাতিক মাফিয়াদেরও হারা মানায়।। গতকাল রবিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে নগদ ৫৮ লাখ টাকা, অস্ত্র, গুলিসহ আরো কিছু জিনিস উদ্ধার করেছে র‌্যাব। পাপিয়ার নরসিংদীর বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছে র‌্যাব।

এ সময় র‌্যাবের সঙ্গে পাপিয়ার সব অপকর্মের মূলহোতা তাঁর স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার ভাগদী মহল্লায় এ অভিযান চালানো হয়। রাজনীতির অঙ্গনে পা দিয়েই নানা অপরাধ কাণ্ডের হাতেখড়ি।

রাজনীতিবিদদের সঙ্গে ছবি তুলে তা প্রচারের মাধ্যমে নিজের অবস্থান জানান দেয়ার কৌশল। ক্রমে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পাওয়ার সঙ্গে বাড়ে অপরাধমূলক কর্মকাণ্ড। প্রভাব খাটিয়ে বনে যান যুব মহিলা লীগ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক। মাস ছয়েক আগে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর যেন আলাদীনের চেরাগ হাতে মিলে। কয়েক মাসে অন্ধকার জগতে বিশাল সম্রাজ্য গড়ে তুলে কামিয়েছে কোটি কোটি টাকা।

তিনি শামিমা নূর পাপিয়া ওরফে পিউ। যুব মহিলা লীগ নেত্রীর পরিচয়ে অভিজাত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে হেন অপরাধ নেই যা পাপিয়া করেননি। যুবলীগ ও মহিলা যুবলীগের নস্ট নেতা – নেতৃদের সাম্প্রতিক এসব চাঞ্চল্যকর ঘটনাসমূহ আওয়ামী লীগের জন্য নিসন্দেহে চরম বিব্রতকর ও অস্বস্তিকর।

পুরো নাম শামিমা নূর পাপিয়া। তবে পিউ নামেই তিনি বেশি পরিচিত। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি তিনি। বৈধ ব্যবসার আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন। কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচ তারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করাতেন।

র‌্যাব বলছে, গত তিন মাসে তিনি শুধু ঢাকার একটি পাঁচ তারকা হোটেলেই বিল দিয়েছেন এক কোটি ৩০ লাখ টাকা। হোটেলটির বারে তিনি প্রতিদিন বিল দিতেন প্রায় আড়াই লাখ টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অপকর্ম বেরিয়ে এসেছে।

ধূর্ত পাপিয়ার দল আঁচ করতে পেরে গত শনিবার সকালে তড়িঘড়ি করে দেশত্যাগের চেষ্টা চালায়। শেষ রক্ষা হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *