Get the Latest News & Videos from News24 > আইন-আদালত > শাজাহান খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিউজ২৪.ওয়েবসাইট: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান ও সাবেক নৌ পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চনের দায়ের করা শত কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়িয়া ও গাবতলী আন্ত জেলা বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাস-ট্রাক সংশ্লিষ্ট বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দিকে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন নুরু, সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ শাহিন,কার্যকরি সভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময় গাবতলী বাস টার্মিনালের সামনে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মফিজুল হক বেবু, ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগাঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সভাপতি মুজিব সারোয়ার মাসুম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

সভায় বক্তারা শাজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলা প্রত্যাহার না হলে সারাদেশে বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবে। ইলিয়াস কাঞ্চন উদ্দেশ্যমূলকভাবে শাজাহান খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, মানহানির অভিযোগ এনে শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেন ইলিয়াস কাঞ্চন। মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরন চাওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে আজ সমন জারি করেছেন।

নিউজ২৪.ওয়েব/জামিউল আহসান সিপু/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *