Get the Latest News & Videos from News24 > চিত্র-বিচিত্র > গার্মেন্টস ব্যবসায়ী প্রকৌশলি মশির আহমেদ মজুমদার স্বপন এর অন্যরকম জীবন! (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদন: কোথাও না কোথাও থামতে হবে। অর্থের পেছনে ছুটাই জীবনের সবকিছু নয়, বলেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ার মশির আহমেদ মজুমদার স্বপন। দেশের শীর্ষ স্থানীয় রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘ক্যাডটেক্স গার্মেন্টস লিঃ এর কর্ণধার ছিলেন। সব ছেড়ে নির্ভার জীবন বেঁছে নিয়েছেন তিনি। এখন গ্রামের মানুষ আর প্রকৃতির সঙ্গে একান্তে কাটানোর মধ্যেই সুখ খোঁজেন তিনি। সংগ্রামী জীবনের বন্ধুর পথ বেয়ে ব্যবসার সফলতার মুখও দেখেছেন কঠোর পরিশ্রমী মশির আহমেদ। রমরমা আয় ও বিলাসি জীবনের স্বাদ কোনটাই অপূর্ণ রাখেন নি। তবু তৃপ্তির আকাঙ্খার যেন ফুরোয় না! একটা সময় হাঁফিয়ে উঠেছেন! পরিবর্তন আসে ভাবনায়। তারপর যেই কথা, সেই কাজ!

https://www.facebook.com/news24.website.bd/videos/605324856693536/?t=0

মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি ও প্রাণের মাঝে বসবাস। মানিকগঞ্জ শহর থেকে সড়ক পথে বালিরটেক ও বাড়ারিয়ার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। একটি ছোট নদী বালিরটেক ও বাড়ারিয়াকে দুইভাগ করে রেখেছে। নদীর নাম কালীগঙ্গা। অবহেলিত দুই জনপদের মানুষদের পারাপারের জন্য রয়েছে একটিমাত্র ফেরি। দিনরাত্রি অবিরাম শতশত যানবাহনের চলাচল। সরকার পরিবর্তন হলেও এতোকালেও ছোট্ট কালীগঙ্গা নদীর উপর একটি সেতু নির্মীত হয়নি। অবশেষে বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ প্রায় শেষপর্যায়ে।  আগামী ঈদুল আযহার আগেই কণ্ঠশিল্পী মমতাজ বেগমের এ নির্বাচনী এলাকায় নির্মীত সেতুটির উদ্বোধন হওয়ার কথা।

সেতুর পাশে নদীর পার ঘেঁষে প্রায় ৬ বিঘা জায়গার উপর প্রকৌশলী মশির আহমেদ মজুমদার স্বপন মনের মতো করে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন একটি ডুপ্লেক্স বাড়ী ও স্বাস্থ্য কমপ্লেক্স।  ঈদ ও অন্যান্য ছুটিছাটা ছাড়াও প্রায় মাসেই অন্ততঃ ২/১ বার নাড়ির টানে স্বপরিবারে গ্রামের বাড়িতে ছুটে আসেন তিনি।
নিজের স্বপ্নের এ বাড়ির চারপাশে নানান ফলজ গাছে ঠাসা। এমনিতে ঢাকার বনশ্রীতে নিজ বাসভবনে পরিবার নিয়ে থাকেন।

৭/৮ বছর আগে প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসা ছেড়ে গ্রামের বাড়িতে অবসাদ জীবন বেঁছে নিয়েছেন। তবে, ব্যস্ততা তাঁকে পিছু ছাড়েনি! নতুন করে যোগ হয়েছে সমাজসেবা। গরুর খামার,মৎস চাষ,পশুপাখি আর বিভিন্ন প্রজাতির ফলজ গাছগাছালি নিয়ে কর্মব্যস্ত জীবন। শহুরে সুযোগসুবিধা থেকে বঞ্চিত গ্রামীন জনপদের মানুষদের সেবার বাসনায় বাড়ির পাশেই গড়ে তুলেছেন একতা স্বাস্থ্য কমপ্লেক্স।
জীবনের বাঁক পরিবর্তন করে বর্তমানে কেমন আছেন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত প্রকৌশলি মশির আহমেদ মজুমদার স্বপন? নিজের মুখেই শুনালেন তাঁর পরিবর্তিত জীবনালেখ্য।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *