Get the Latest News & Videos from News24 > অপরাধ ও দুর্নীতি > টাকার শিকারী ডিবি’র এসআই আরিফ টাকার উপর ঘুমান!

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ ডিবির এস আই আরিফ। টাকার গন্ধে শিকার ধরতে নির্ঘুম রাতদিন। বেরসিক আলোকচিত্রীর ক্যামেরার শিকার হয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জে ডিবি’র এস আই আরিফ। ক্লান্ত দেহে হেলে পড়েছেন টাকার উপর। কখন ঘুমিয়ে গেছেন খেয়াল নেই! এসআই আরিফের দৌরাত্মের সীমা লঙ্ঘনের এ পরিণতি ছিল প্রত্যাশিত,মন্তব্য ভুক্তভোগীদের। বেরসিক পাবলিক ক্যামেরাম্যানকে বলা হচ্ছে সময়ের সাহসী শিকারী!

ছবিতে দেখা যায়, ডিবির এসআই আরিফুর রহমান টাকার উপর ঘুমিয়ে আছেন। টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে বড় দেখা যায়। ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। তবে টাকার মোট অংক জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত ওয়্যারলেস। টাকার উপর ঘুমানোর ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

বুধবার (০৬ নভেম্বর) এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এস আই আরিফ বেকায়দায়।

ডিবির এ গুণধরের আরো নানা কাহিনি বের হয়ে আসছে! মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে তাকে শিকার ধরার মিশনে ঘুরাঘুরি করতে দেখেছেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত এতো টাকার উৎস সম্পর্কে জানা যায়নি।

এস আই আরিফ গত মাসের শুরুতে ফতুল্লার ইউনাইটেড ক্লাবে গভীররাতে অভিযান চালিয়ে এক শিল্পপতিসহ ৭জনকে আটক করে। পরে মোটা অংকের টাকা লেনদেনের পর অতিগোপনে ওই ৭ জনকে আটকের পরদিন বিকালে আদালতে পাঠায়। যদিও এক ঘন্টার মধ্যে আদালতে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, গাড়িতে ঘুমিয়ে থাকা ছবিটি আমাদের সঙ্গে থাকা কেউ তুলেছেন। শরীর অনেক ক্লান্ত থাকায় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। আমার পাশে যে টাকাগুলো ছবিতে দেখা গেছে সেগুলো মায়ের চিকিৎসার জন্য এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। সেখানে এক লাখ ২০ হাজার টাকা ছিল। ঘটনাটি চার-পাঁচ মাস আগের ঘটনা। আগের তোলা ছবিটি এখন ভাইরাল হয়েছে।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/নিরাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *