Get the Latest News & Videos from News24 > অর্থনীতি > কমল সাহা সিএফএ’র পর সিএমটি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ

নিউজ২৪.ওয়েব: যমুনা ব্যাংকের সাবেক ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে ঢাকায় ‘ইউনিয়ন ক্যাপিটাল লিঃ’ এর প্রধান কার্যালয়ে উচ্চতর পদে কর্মরত কমল কৃষ্ণ সাহা ‘চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান’(সিএমটি) পার্ট-৩ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

গত সপ্তাহে ওয়েবসাইটে সিএমটি এ্যাসোসিয়েশন,ইউএসএ’র অধীন সিএমটি পরীক্ষায় কমল কৃষ্ণ সাহার উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
কমল কৃষ্ণ সাহা ইতোপূর্বে ২০১৫ সালে আমেরিকার ভার্জেনিয়ায় অবস্থিত সিএফএ ইনস্টিটউট থেকে চার্টাড ফাইন্যান্সিয়াল এনালিস্ট (সিএফএ) এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম একমাত্র কমল কৃষ্ণ সাহা সিএফএ ও সিএমটি দু’টি ডিগ্রী লাভের কৃতিত্ব অর্জন করলো।
উল্লেখ্য, দূরশিক্ষন পদ্ধতিতে আমেরিকার ঐ ইনস্টিটিউট থেকে তিন বছরের এ কোর্সের সিএফএ পরীক্ষা পরিচালিত হয়।


কমল কৃষ্ণ সাহা নিউজ২৪.ওয়েবসাইট ও বিষেরবাঁশীডটকম এর সম্পাদক সুভাষ সাহার জামাতা ও বরিশাল জেলাধীন কলসকাঠির বিশিষ্ট ব্যবসায়ী কেশব চন্দ্র সাহার একমাত্র পুত্র।

কমল কৃষ্ণ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্সে স্নাতকোত্তর ও এমবিএ সম্পন্ন করার পর চাকরীকালীন অবস্থায় সিএফএ ও সিএমটি’র মতো আন্তর্জাতিক মানের আরো দু’টি বিরল সাফল্য অর্জন করায় সকলের আর্শীবাদ কামনা করেছেন।
আজ সন্ধ্যায় শহরের টোকিও টাওয়ারে ফুড ফ্যান্টাসী হোটেলে কমল কৃষ্ণ সাহাকে পারিবারিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজ২৪.ওয়েব/ডেস্ক/মৌ দাস.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *