Get the Latest News & Videos from News24 > শীর্ষ খবর > ইনিংস ব্যবধানে হারলো টাইগাররা

নিউজ২৪ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১২ রান ও ইনিংসে হারের লজ্জায় ডুবলো। পঞ্চম দিনে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে মুক্তির আশায় মুস্তাফিজুর এবং মাহমুদউল্লাহ লড়াই করছিলেন। কিন্তু তারা দুজন ছয় রানের ব্যবধানে আউট হলে সব আশা শেষ হয়ে যায়। বাংলাদেশ অলআউট হয় ২০৯ রানে। বৃষ্টির কারণে মাত্র তিনদিনের টেস্টে পরিণত হওয়া ম্যাচটিও হেরে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়ে বসেছেন রিয়াদরা

নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে ওয়াগনা নেন পাঁচ উইকেট। বোল্ট নেন চারটি উইকেট। এর আগে তামিমের হাফসেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২১১ রান। জবাবে নিউজিল্যান্ড ছয় উইকেটে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করে।

নিউজিল্যান্ডের পক্ষে রস টেলর ডাবল সেঞ্চুরি এবং হেনরি নিকলস সেঞ্চুরি করেছেন। টেলর আউট হয়েছেন ঠিক ২০০ রান করে। ২১২ বল থেকে ১৯টি চার ও চারটি ছক্কার মারে এই ইনিংস খেলেন তিনি। অপরদিকে ১২৯ বল থেকে ৯টি চারের মারে ১০৭ রান করেন নিকলস। এছাড়া কেন উইলিয়ামসন করেন ৭৪ রান। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী তিনটি এবং তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

বৃষ্টির কারণে প্রথম দুদিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর রবিবার তৃতীয় দিনে টস হেরে শুরুতে ব্যাট করে ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর একইদিনে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে

নিউজ২৪ ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *